সারা দেশের সাথে রাজ্যেও ঘটে যাওয়া একের পর এক ধর্ষন ও অন্যান্য মহিলা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আক্রোশ প্রকাশ করা ধর্মনগর মহকুমায় বসবাসকারী ব্যাক্তিদের নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলার লক্ষ্যে ফেসবুকের মাধ্যমে আহ্বান জানিয়ে আজ ৭ই ডিসেম্বর, শনিবার বিকেল ৫ ঘটিকায় ধর্মনগর গার্লস স্কুলের সামনের রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে বিনামূল্যে আইনি পরিষেবা নিয়ে আলোচনা শেষে ধর্মনগর শহরের প্রান কেন্দ্র জুড়ে এক মশাল মিছিলের আয়োজন করা হয়। আজকের প্রতিবাদ ও প্রতিরোধ র‍্যালিতে অংশ গ্রহনের জন্য আনুমানিক ৫ হাজার মানুষকে ফেসবুকের মাধ্যমে আহ্বান জানানো হয়, প্রায় ২০০ জন উক্ত র‍্যালিতে আসার কথা জানালেও তাদের মধ্যে ১০ জন ফেসবুকে আক্রোশ প্রকাশ কারিরা আজকের এই প্রতিবাদ ও প্রতিরোধ র‍্যালিতে অংশ গ্রহন করেন।

full-width