LEGAL SERVICE TO DOMESTIC VIOLENCE VICTIM!

GK Dutta
0

১৯.০৭.২০১৭: বিয়ের ছয় মাসের মধ্যেই গার্হস্থ্য হিংসার স্বীকার হতে হল আর একজন মেয়েকে। স্বামির পাশবিক অত্যাচারে বিগত চার-পাঁচ দিন থেকে অন্তক্ষরন হচ্ছে কিন্তু কোন রকম চিকিৎসা করানো হয়নি, গতকাল রাতে অবস্তার অবনতি দেখে পিড়ীতার স্বামী ও শাশুড়ি পিড়িতাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করে, মেয়ের মা-বাবাকে ঘটনা সম্পর্কে অবগত করেন।
আজ ঘটনার খবর পেয়ে দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ধর্মনগর জেলা হাসপাতালে ছুটে যাই এবং পিড়িতার পরিবারের সাথে বিস্তারিত কথা বলে ধর্মনগর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করানো হয় এবং সাথে সাথেই মহিলা থানার অধিকারিকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

full-width

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!