রক্তদান করুন, জীবন বাঁচান!

আপনি কি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী? আপনারা যারা স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী দয়া করে আপনার রক্তের গ্রুপ এবং আপনার যোগাযোগ এর নাম্বার সহ আমাদেরকে ৭০০৫৫৮৪১৪৮ মোবাইল নম্বরে যোগাযোগ করুন

স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংস্থা, দেওয়ানপাশা ও পশ্চিম দেওয়ানপাশা গ্রামীন আইন সহায়তা কেন্দ্রের একটি সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং সেবামূলক প্রচেষ্টা।

আমাদের মুখ্য উদ্দিশ্য:
01. জনসাধারণকে রক্তদানে উৎসাহিত করা এবং যারা স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী তাদের খুঁজে বের করা।
02. মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তের সন্ধান করা এবং রক্তের ব্যবস্থা করে দেওয়া।
03. এই স্বামী বিবেকানন্দ সমাজসেবী সংস্থা, দেওয়ানপাশা সম্পূর্ণরুপে সেচ্ছাসেবী এবং এখানে রক্তের বিনিময়ে কোন প্রকার টাকা-পয়সা গ্রহণ করা হয় না।

একমাত্র সকলের প্রচেষ্টাই পারে এই গ্রুপের মূলকথা অনুযায়ী কাজ করতে।
আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে মৃত্যুকে বরণ করছেন। আপনাদের স্বেচ্ছায় রক্তদান'ই অকালে একটি প্রাণ ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারে। তাই যারা সুস্থ্য-সবল মানুষ আছেন, আপনারা রক্ত দিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন।
***********************************************************************************
জরুরী মুহূর্তে রক্তের (♥) প্রয়োজন হলে কি করবেন?
প্রয়োজনের পূর্বে নিম্নলিখিত 7টি তথ্যের ব্যাখ্যা সহ আমাদের সাথে যোগাযোগ করুনঃ
১. রোগীর নাম ঠিকানাঃ
২. রোগীর সমস্যা:
৩. রক্তের গ্রুপের নাম:
৪. রক্তের পরিমাণ:
৫. তারিখ:
৬. সময়:
৭. রোগী যে হাসপাতাল/ক্লিনিকে ভর্তি আছেন তার ঠিকানা:
৮.যোগাযোগের নাম্বার:
[যে ব্যক্তি ডোনারের কাছ থেকে রক্ত সংগ্রহ করবেন তার নাম্বার সহ রোগীর সাথে কি সম্পর্ক]

৯. এবং দুজন ভবিষ্যৎ ডোনারের নাম, ঠিকানা ও যোগাযোগের নাম্বার।


full-width

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!